একটি সফল/আদর্শ সমবায় সমিতি কেমন হতে হয়?
একটি সফল/আদর্শ সমবায় সমিতির নিকট থেকে সমিতির একজন সদস্য সমষ্ঠিগত ও ব্যক্তিগতভাবে যা যা পেতে পারেন বলে মনে করি তা হল- ক. আর্থিক স্বচ্ছলতা , খ. নিজস্ব কর্মসংস্থান , গ. দারিদ্রো বিমোচন, ঘ. সামাজিক সুনাম ও সম্মান , ঙ. অপরের শ্রদ্ধা, চ. মানসিক সন্তুষ্টি- আত্মতুষ্টি, চ. সভা সমিতিতে জনগনের নিকট থেকে স্বীকৃতি ও শ্রদ্ধার আসন,ছ. রাষ্ঠ্রিয় সম্মান। জ. সকলের ভালবাসা, সহযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি।
সফলতার উপরোক্ত মানদন্ডের প্রেক্ষিতে আমারা একটি আদর্শ সমবায় সমিতির সংজ্ঞা নিরূপণ করতে পারি এভাবেঃ- কোন সমবায় সমিতির কর্মএলাকার মৌলিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি সংশ্লিষ্ঠ সার্বিক দিকের মানোন্নয়নের মাধ্যমে পরিপূর্ণ ও উপভোগ্য জীবন যে সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয় , তাকে আদর্শ সমবায় সমিতি বলে।
আদর্শ সমবায় সমিতির মৌলিক বৈশিষ্ঠ্য নিম্নরূপঃ
একটি আদর্শ সমবায় সমিতির অনেকগুলো মৌলিক বৈশিষ্ঠ থাকবে। সাধারনত একটি সফল ও আদর্শ সমবায় সমিতির নিম্নরূপ বৈশিষ্ট্য দেখতে চাই-
১। সদস্যদের সংগঠিত ও একতাবদ্ধ রাখা।
২। সদস্যদেরজীবন যাত্রার মান উন্নত থাকা।
৩। সদস্যদের নিরক্ষতা মুক্ত থাকা।
৪। নোংরা রাজনীতি থেকে বিরত থেকে বিরত থাকা অথ্যাৎ সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন করা।
৫। উদারতা, ৬। সহযোগিতা, কর্মতৎপরতা, স্বার্থহীনতা, নিয়ম শৃংখলা বজায় রাখা।
৭। ধর্মীয় সু-সম্প্রীতি থাকা।
৮। সদস্যদের সচেতনতা।
৯। উন্নত অবকাঠামো। এবং সমন্বিত উন্নয়ন প্রচেষ্ঠা।
আদর্শ সমবায় সমিতির কার্যক্রম চক্রঃ
একটি আদর্শ সবায়সমিতির কার্যক্রম নিম্নরূপ হতে পারে-
আদর্শ সমবায় সমিতি প্রতিষ্ঠা
সমস্যা মুক্ত সমবায় সমিতি গঠন
সমঝোতা স্থাপন
জবাবদিহিতা আনয়ন
স্বচ্ছতা নিশ্চিত করন
জ্ঞান বৃদ্ধি = অনুপ্রেরনা বৃদ্ধি= সংগঠন মজবুতকরন
প্রশিক্ষন প্রদান =উদ্বুদ্ধকরন = সভা
আদর্শ সমবায় সমিতির মৌল কাঠামো
একটি সমবায় সমিতিকে আদর্শ সমবায় সমিতি হতে হলে তার মধ্যে নিম্নেলিখিত বিষয়গুলো অবশ্যই থাকতে হবেঃ
** সমিতির সদস্যদের সমবায় সম্পর্কে ব্যাপক সচেতনতা ও সমবায় সম্র্পকীয় ধারনা।
***সমিতির সদস্যদের সমবায়ী মানসিকতা।
** সমবায়ের মূলনীতি সমূহ ও সমবায় সমিতি আইন ও বিধিমালা মেনে চলা।
** সদস্যদের একতাবদ্ধ থাকা।
**সমবায় সমিতির প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
**জনসেবা মূলক মানসিকতা গ্রহন করা।
** সমিতির প্রতি জনগনের সমর্তন / গ্রহনযোগ্যতা( People’s Support / Acceptance)
আদর্শ সমবায় সমিতির প্রাতিষ্ঠানিক রূপঃ
একটি আদর্শ সমবায় সমিতির একটি মজবুত প্রাতিষ্ঠানিক রূপ থাকবে । একটি আদর্শ সমবায় সমিতির প্রাতিষ্ঠানিক রূপ বলতে আমরা বুঝবো-
ক) সমিতির সচেতন সদস্যবৃন্দ ও সদস্যদের ঐক্য।
খ) স্থায়ী সম্পদ( জমি, ইত্যাদি)
গ) নিজস্ব অবকাঠামো( দালানকোঠা ইত্যাদি)
ঘ) নিজস্ব অফিসঘর।
ঙ) দক্ষ ব্যবস্থাপনা কমিঠি।
চ) দক্ষ অফিস ষ্টাফ
ছ) কর্মকর্তা কর্মচারীদের জন্য সার্ভিস রুল।
জ) সমিতির সুনাম।
ঝ) আইন সম্মত কর্তৃপক্ষের অনুমোদন।
ঞ) জনকল্যানমূলক সামজিক কর্মকান্ড। এবং
সর্বোপরি সদস্যদের মধ্যে সততা, একতা, ও পরিশ্রম করার মনমানসীকতা থাকতে হবে।
“Every success story is a story of great failure”
Success keys
a. Plan
b. Time management
c. Dreams
d. Belief e. Discipline
f. Money management
g. Education & Action
সমিতি পরিচালনার সফটয়ারঃ https://somitykeeper.com