সুখবর, QR কোড স্ক্যান করে পেমেন্ট গ্রহন করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
সুখবর, সমিতি কিপার এপের মাধ্যমে গ্রাহকের বিকাশ / নগদ থেকে QR কোড স্ক্যান করে পেমেন্ট গ্রহন করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
এক্ষেত্রে অবশ্যই মার্চেন্ট একাউন্ট থকতে হবে এবং অনলাইন API সিস্টেম চালু থাকতে হবে। আমরাই সব ব্যবস্থা করে দেবো। আপনাদের শুধু পেপারস সাবমিট করতে হবে।
এ সংক্রান্ত একটি সফল মিটিং বিকাশের সাথে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিকাশ সরাসরি সফটওয়্যার বাজার বাংলাদেশের সাথে কাজ করতে সম্মতি প্রদান করেছে। এক্ষেত্রে আমাদের গ্রাহকদের বিকাশ পেমেন্ট এর ব্যবস্থা করে দেওয়া হবে। এবং মোবাইলে এপসের সাথে ইন্টিগ্রেশন এর ব্যবস্থা করে দেওয়া হবে।
————————————————————
বর্তমান সময়ে বাংলাদেশে অর্থ লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বিশাল একটা জায়গা দখল করে আছে। আমরা যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করছি তাই আমরা চেষ্টা করছি আমাদের সমিতি কিপার সফটওয়্যারটিকে সবসময় একরকম হালনাগাদ রাখতে।
বর্তমানে সমিতির অনেক গ্রাহকরাই বিকাশের মাধ্যমে সঞ্চয় / কিস্তি / ডিপিএস পেমেন্ট করতে চায়। যেটা হয়তোবা আপনারা ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজমেন্ট করে থাকেন। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও মারাত্মক ভাবে বৃদ্ধি পাবে।
ব্যক্তিগত একাউন্টে লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। মার্চেন্ট একাউন্টে লেনদেন এর সীমাবদ্ধতা তেমন একটা নেই বললেই চলে।
————————————————————
মার্চেন্ট একাউন্ট তৈরি করতে যে ধরনের পেপারস বা ডকুমেন্ট লাগবেঃ
১ঃ ট্রেড লাইসেন্স (হালনাগাদ থাকতে হবে)
২ঃ ব্যাক্তির টিন সার্টিফিকেট (ফ্রী তৈরী করা যায়)
৩ঃ পরিচয়পত্রের কপি
৪ঃ ৩ হাজার টাকা এককালীন সেটাপ ফি
৫ঃ নতুন বা পুরাতন একটা সিম । (যেটাতে আগে বিকাশ একাউন্ট খোলা হয়নি)
৬ঃ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৭ঃ সাইনবোর্ড সহ সমিতির একটা ছবি
সকল পেপার সাবমিট হয়ে যাবার পর ৩০ কার্যদিবসের মাঝেই নিজস্ব QR Code এবং সমিতি কিপার এর মোবাইল এপসে ইন্টেগ্রেশন কমপ্লিট হয়ে যাবে।
উল্লেখ্যঃ প্রতিদিনের পেমেন্ট গ্রহনের টাকা প্রতিদিনই উত্তোলন এর সুবিধা সহ অটো ব্যাংক ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে।
এক্ষেত্রে গ্রাহক এবং সমিতির মাঝে কোন ৩য় পক্ষ থাকবে না । অর্থাৎ গ্রাহক টাকা পেমেন্ট করার সাথে সাথেই আপনার নিজস্ব পেমেন্ট একাউন্টে টাকা চলে আসবে। এবং আপনি তাতক্ষনিকই উত্তোলন করতে পারবেন। এবং সফটওয়্যারে এটা অনলাইন পেমেন্ট হিসেবেই থাকবে।
এক্ষত্রে দিনশেষে কত টাকা ক্যাশ এবং বিকাশের মাধ্যমে কত টাকা রিসিভ হয়েছে এই সংক্রান্ত রিপোর্ট পাওয়া যাবে। এক মাসে টোটাল কত টাকা ক্যাশ এবং কত টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় হয়েছে এ সংক্রান্ত আলাদা রিপোর্ট পাওয়া যাবে।
খুব শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে এবং কাজ শুরু করা হবে। আপনাদের যাদের টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স করা নেই এখনই করে ফেলুন।