কি কি আছে এই সফটওয়্যার এ?
- সদস্যদের তথ্য ব্যবস্থাপনা, নমিনীর তথ্য ব্যবস্থাপনা।
- সাধারণ ডিপোজিট এবং উইথড্র।
- কাস্টমাইজ ডিপিএস।
- কাস্টমাইজ ভাবে এফডিআর তৈরীর সুবিধা।
- মাসিক প্রফিট বিতরণ এবং ফিক্সড প্রফিট বিতরণ এর সুবিধা।
- ইচ্ছেমতো ঋণের স্কিম তৈরি করা এবং কিস্তি কালেকশনের সুবিধা।
- ডিরেক্টরদের তথ্য এবং ডিরেক্টরদের লেনদেনের সুষ্ঠু হিসেব-নিকেশ রাখা।
- ব্যাংক ইনফরমেশন রাখা, ব্যাংক ডিপোজিট এবং উইথড্র ইনফর্মেশন রাখা যাবে।
- প্রতিটি লেনদেনে ব্যাংকিং সিস্টেম এর মত এসএমএস পাঠানো যাবে।
- ২৫ ধরনের ও বেশি রিপোর্ট বের করা যাবে।
- সি সি লোন ব্যবস্থাপনা করা যাবে।
- দৈনিক অটোমেটিক ডাটা ব্যাকআপ এর সুবিধা পাবেন।
- দৈনিক কালেকশন সামারি, মাসিক কালেকশন সামারি বের করা যাবে। ।
- তারিখ অনুযায়ী কালেকশন সামারি বের করতে পারবেন।
- ঋণের কিস্তি কালেকশনের টার্গেট শীট বের করতে পারবেন অর্থাৎ আজকে বা এই সপ্তাহে টোটাল কত টাকা কিস্তি কালেকশন হবে তার টার্গেট শীট বের করতে পারবেন।
- ফিল্ডের ডাটা কালেক্ট করে অফিসার-রা মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজেই পোস্টিং করতে পারবে।
- অনলাইন সিস্টেম হওয়ায় যে কোন জায়গা থেকে মালিকপক্ষ রিপোর্ট দেখতে পারবে।
- যে কোন ডিভাইস থেকে সিস্টেমটি ব্যবহার করা যাবে । যেমন ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার, ট্যাবলেট পিসি অথবা আপনার মোবাইল ফোন।
- সিস্টেম এর প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা টিউটোরিয়াল রয়েছে। ফলে যখনই আপনি সমস্যায় পড়বেন তখনই টিউটরিয়াল থেকে সাহায্য নিতে পারবেন।
- 24 ঘন্টা অনলাইন চ্যাট এর মাধ্যমে সিস্টেম সংক্রান্ত যে কোন হেল্প নিতে পারবেন।