কিস্তি আদায়, ডিপিএস, সিসি লোনের কিস্তি আদায় এ জরিমানা কন্ট্রোল ব্যবস্থা চালু।
সমিতি কিপার রিলিজের শুরু থেকেই জরিমানা সিস্টেমটি চলমান রয়েছে। বর্তমানে ঋণ প্রদানের সময় কিস্তি প্রতি জরিমানা ধার্য করার ব্যবস্থা করা হয়েছে। সেই হিসেবে কিস্তি আদায়ের সময় জরিমানা আদায়ের ব্যবস্থা রয়েছে।
একইভাবে মাসিক সঞ্চয় তৈরি করার সময় জরিমানার নির্ধারণ করে দেয়ার ব্যবস্থা আছে।
এক্ষেত্রে গ্রাহক যদি নিয়মিত মাসিক সঞ্চয় এর কিস্তি পরিশোধ না করে সে ক্ষেত্রে ছোটখাটো জরিমানা আদায় করে থাকে অনেক প্রতিষ্ঠান।
এরকম ভাবে বিভিন্ন সেকশনে জরিমানার ব্যবস্থা রাখা আছে। তবে আগে সেটা কমন ভাবে সব সিস্টেম এর জন্যই চালু ছিল। অর্থাৎ যারা জরিমানা নিয়ে কাজ করেন না উনাদেরও জরিমানার সেকশন গুলো চোখে পড়তো এবং অনেক সময় ভুলবশত ভুল ডাটা এন্ট্রি হয়ে যেত যা পরবর্তীতে ডিলিট এর মাধ্যমে সংশোধনী আনতে হতো।
ফিল্ড অফিসার রাফেল থেকে টাকা আদায়ের সময় ভুলবশত জরিমানার ঘরে টাকা ইনপুট দিয়ে দিলে সমস্যা তৈরি হতো। আবার এডমিন বা ম্যানেজার ঋণ পোস্টিং দেওয়ার সময় ভুলবশত জরিমানার হার বসিয়ে ফেলতো, যার কারণে কিস্তি মিস হয়ে গেলে আদায়যোগ্য হিসেবে তৈরি হয়ে যেত জরিমানা টা।
বিগত কিছুদিন ধরে ব্যাপারটা অনেকেই আমাদেরকে জানিয়েছেন। সেই হিসেবে আমরা সিস্টেম সেটিং থেকে বিষয়গুলোকে কন্ট্রোল করে দেয়ার ব্যবস্থা করেছি।
অর্থাৎ স্পেসিফিকভাবে যদি আপনি ঋণের জরিমানা চালু রাখতে চান তাহলে সেটা চালু রাখতে পারবেন। অথবা ঋণ এর জরিমানা অপশন টা বন্ধ রেখে শুধু মাসিক সঞ্চয় এ জরিমানা চালু থাকবে এরকম ব্যবস্থাও করা যাবে।
বিষয়টা আপনারা সফটওয়্যার এর সেটিং থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এডমিন অ্যাকাউন্ট থেকে। ডিফল্ট ভাবে সব সিস্টেম এ এই বিষয়টি এখন বন্ধ অবস্থায় থাকবে।
আর সিস্টেমটি বন্ধ থাকা অবস্থায় যদি মনের ফেলল আর দেখা যাবে না। অর্থাৎ আপনি যদি জরিমানা সিস্টেম চালু করতে চান তাহলে সেটিং থেকে চালু করে নিতে হবে।
আপনি চাইলে চালু করে নিতে পারবেন অথবা আমাদের হেল্পলাইনে থেকে সহযোগিতা নিতে পারবেন। আমরা আপনাদের সেবায় সার্বক্ষণিক সহযোগিতা করতে প্রস্তুত।
উল্লেখ থাকে যে আমাদের অফিসের সময়সীমা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই সময় এর বাইরে আমাদের মেসেঞ্জারে নক করার অনুরোধ রইলো । আমরা চেষ্টা করব দ্রুত সময়ে রেসপন্স করতে।
পরিশেষে আপনার সমিতির সাফল্য কামনা করছি
ভাউচার অ্যাপ্রুভাল।
ব্যাক ডেট এন্ট্রি। পেছনের তারিখে কালেশন পোস্টিং। সেটিং থেকে ব্যাকডেট এন্ট্রি কন্ট্রোল।
সুখবর, QR কোড স্ক্যান করে পেমেন্ট গ্রহন করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
সুখবর, সমিতি কিপার এপের মাধ্যমে গ্রাহকের বিকাশ / নগদ থেকে QR কোড স্ক্যান করে পেমেন্ট গ্রহন করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
এক্ষেত্রে অবশ্যই মার্চেন্ট একাউন্ট থকতে হবে এবং অনলাইন API সিস্টেম চালু থাকতে হবে। আমরাই সব ব্যবস্থা করে দেবো। আপনাদের শুধু পেপারস সাবমিট করতে হবে।
এ সংক্রান্ত একটি সফল মিটিং বিকাশের সাথে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিকাশ সরাসরি সফটওয়্যার বাজার বাংলাদেশের সাথে কাজ করতে সম্মতি প্রদান করেছে। এক্ষেত্রে আমাদের গ্রাহকদের বিকাশ পেমেন্ট এর ব্যবস্থা করে দেওয়া হবে। এবং মোবাইলে এপসের সাথে ইন্টিগ্রেশন এর ব্যবস্থা করে দেওয়া হবে।
————————————————————
বর্তমান সময়ে বাংলাদেশে অর্থ লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বিশাল একটা জায়গা দখল করে আছে। আমরা যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করছি তাই আমরা চেষ্টা করছি আমাদের সমিতি কিপার সফটওয়্যারটিকে সবসময় একরকম হালনাগাদ রাখতে।
বর্তমানে সমিতির অনেক গ্রাহকরাই বিকাশের মাধ্যমে সঞ্চয় / কিস্তি / ডিপিএস পেমেন্ট করতে চায়। যেটা হয়তোবা আপনারা ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজমেন্ট করে থাকেন। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও মারাত্মক ভাবে বৃদ্ধি পাবে।
ব্যক্তিগত একাউন্টে লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। মার্চেন্ট একাউন্টে লেনদেন এর সীমাবদ্ধতা তেমন একটা নেই বললেই চলে।
————————————————————
মার্চেন্ট একাউন্ট তৈরি করতে যে ধরনের পেপারস বা ডকুমেন্ট লাগবেঃ
১ঃ ট্রেড লাইসেন্স (হালনাগাদ থাকতে হবে)
২ঃ ব্যাক্তির টিন সার্টিফিকেট (ফ্রী তৈরী করা যায়)
৩ঃ পরিচয়পত্রের কপি
৪ঃ ৩ হাজার টাকা এককালীন সেটাপ ফি
৫ঃ নতুন বা পুরাতন একটা সিম । (যেটাতে আগে বিকাশ একাউন্ট খোলা হয়নি)
৬ঃ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৭ঃ সাইনবোর্ড সহ সমিতির একটা ছবি
সকল পেপার সাবমিট হয়ে যাবার পর ৩০ কার্যদিবসের মাঝেই নিজস্ব QR Code এবং সমিতি কিপার এর মোবাইল এপসে ইন্টেগ্রেশন কমপ্লিট হয়ে যাবে।
উল্লেখ্যঃ প্রতিদিনের পেমেন্ট গ্রহনের টাকা প্রতিদিনই উত্তোলন এর সুবিধা সহ অটো ব্যাংক ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে।
এক্ষেত্রে গ্রাহক এবং সমিতির মাঝে কোন ৩য় পক্ষ থাকবে না । অর্থাৎ গ্রাহক টাকা পেমেন্ট করার সাথে সাথেই আপনার নিজস্ব পেমেন্ট একাউন্টে টাকা চলে আসবে। এবং আপনি তাতক্ষনিকই উত্তোলন করতে পারবেন। এবং সফটওয়্যারে এটা অনলাইন পেমেন্ট হিসেবেই থাকবে।
এক্ষত্রে দিনশেষে কত টাকা ক্যাশ এবং বিকাশের মাধ্যমে কত টাকা রিসিভ হয়েছে এই সংক্রান্ত রিপোর্ট পাওয়া যাবে। এক মাসে টোটাল কত টাকা ক্যাশ এবং কত টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় হয়েছে এ সংক্রান্ত আলাদা রিপোর্ট পাওয়া যাবে।
খুব শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে এবং কাজ শুরু করা হবে। আপনাদের যাদের টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স করা নেই এখনই করে ফেলুন।
আপনার সমিতির জন্য এরকম QR কোড পেয়েছেন কি সমিতি কিপার থেকে?
না পেয়ে থাকলে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন। এতে করে আপনার সমিতির গ্রাহকরা সমিতি কিপার এপ ইনস্টলেশন করে আপনার সার্ভারে কানেক্টেড হতে পারবে।
এসেট ভ্যালু রিপোর্ট সমন্বয় করা হয়েছে
এখন থেকে আছেন ভ্যালু রিপোর্ট এর মধ্যে ঋণের প্রিন্সিপাল এবং প্রফিট আলাদা করে দেখার সুযোগ রয়েছে।
ম্যানেজারের আইডি থেকে ব্রাঞ্চের লোকেশন ভুল দেখা যেতো
নতুন আপডেটে ব্রাঞ্চ ভিত্তিক এড্রেস সেট করার জন্য ব্রাঞ্চ থেকে ডাটা কালেক্ট করে প্রিন্ট দেওয়া হয়। এক্ষেত্রে প্রাইমারি সেটআপ থেকে ব্রাঞ্চের অ্যাড্রেস আপডেট করে নিতে হবে।
অর্থাৎ নতুন করে ব্রাঞ্চ লিস্ট নামে একটা অপশন যোগ হয়েছে প্রাইমারি সেটআপ সেকশনে
লোন অ্যাপ্লিকেশন ফর্ম আপডেট করা হয়েছে
লোন অ্যাপ্লিকেশন ফরমে কিছু বিষয়ের অসঙ্গতি ছিল।
সেই ব্যাপার গুলো সংশোধনী আনা হয়েছে