জাগরন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: বাংলাদেশের সমবায় সেক্টরে নতুন দিগন্ত সমিতি কিপার
জাগরন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: সমিতি পরিচালনার জন্য সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার শুরু করেছে। এটি তাদের কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ এবং উৎপাদনশীল করবে।
সমবায় সেক্টর প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে রয়েছে। তবে, সুপ্রভাত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এই ধারণার ব্যতিক্রম। সমিতি পরিচালনার জন্য তারা সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার শুরু করেছে।
ফিল্ড পর্যায়ে স্টাডি করতে গিয়ে দেখেছি একটা আর্থিক প্রতিষ্ঠান এর ৯০% ই হচ্ছে হিসাব-নিকাশ, তথ্য সংরক্ষণ , রিপোর্ট প্রণয়ন এইসব কাজ। যেখানে প্রতিনিয়ত হিসেব-নিকেশ আপডেট না করার কারণে গরমিল লেগেই থাকে। অডিটের সময় অনেক সময় ব্যয় করে রিপোর্ট তৈরি করতে হয়।
তবে সহজেই এসকল বিষয়কে একত্রিত করতে পারে সমিতি কিপার সফটওয়্যার।
যা ২০১৮ সাল থেকে বর্তমান অবধি #১২_শতাধিক প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবহার হচ্ছে। আপনার আশেপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন সমিতি কিপারের ব্যবহারকারী, তাই আমাদের সম্পর্কে ফিডব্যাক নিতে পারবেন সরাসরি। আমরা আপনাকে আপনারা আশে পাশে ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য সরবরাহ করব আপনার সিদ্ধান্ত নেবার সুবিধার্থে।
ফিচার সম্পর্কে বলতে গেলে একটা সমবায় প্রতিষ্ঠান বা এরূপ প্রতিষ্ঠানে ঠিক যা যা দরকার তা খুব সহজ এবং সুচারুরূপে সম্পন্ন করা আছে আমাদের সফটওয়্যারে।
বর্তমানে প্রতিদিন সারাদেশের বিশ হাজারের বেশি ইউজার (সমিতির মালিক থেকে মাঠ কর্মী) সমিতি কিপার সফটওয়্যার ওয়েব ভার্সন এবং মোবাইল এপ ব্যবহার করে থাকে। সফটওয়্যারটি তৈরীর সময় সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে করা হয়েছে অর্থাৎ তাদেরকে একাউন্টিং এর মারপ্যাঁচে ফেলা হয়নি, তারা যেই ভাষাগুলো বা টার্মস গুলো ব্যবহার করে ঠিক সেগুলোই আমাদের সিস্টেমে ব্যবহার করা হয়েছে।
জাগরন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: সমিতি কিপার ব্যবহার করে:
- তাদের কার্যক্রমকে আরও দক্ষ এবং স্বচ্ছ করবে।
- সদস্যদের উন্নত সেবা প্রদান করতে পারবে।
- প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সমিতি কিপার সফটওয়্যার ব্যবহারের সুবিধা:
- হিসাব-নিকাশ স্বয়ংক্রিয় করে।
- তথ্য সংরক্ষণ ও রিপোর্টিং সহজ করে।
- অডিটের সময় কমায়।
- প্রতিষ্ঠানের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
ডেমো দেখেতে ক্লিক করুন
- সমিতি কিপার ডেমো: https://demo.server-bd.xyz/
- সমিতি কিপার ওয়েবসাইট: https://somitykeeper.com/
- সমিতি কিপার এর বিস্তারিত তথ্য, মূল্য, ক্লায়েন্ট লিস্ট দেখতে ওয়েবসাইট ভিজিট করুন।
https://somitykeeper.com - সমিতি কিপার সফটওয়্যার অর্ডার করুন:
https://somitykeeper.com/buy_now/
সরাসরি কথা বলতে কল করুন: 01323150783, 01305486661, 01403393868
ঢাকা অফিস: বাড়ি ৩, রোড ৯/বি, সেক্টর ৫, উত্তরা, ঢাকা
চট্টগ্রাম অফিসঃ হাশেম ভিলা, সানোয়ারা আবাসিক, পুরাতন চান্দগাঁও, চট্টগ্রাম
আরও জানতে:
- সমিতি কিপার ওয়েবসাইট: https://somitykeeper.com/
- সমিতি কিপার ডেমো: https://demo.server-bd.xyz/